Feb 1, 2018

Motivational Poems for Success - About Life Lessons

Motivational Poem About Life Lessons

md hasibul hasan sagor pro
Md. Hasibul Hasan 

দ্যাখো চক্ষু বুঁজিয়া...

নিরন্তর ভালোবাসা খুঁজছে তোমার

দাও ছেড়ে তোমার আধ্যাত্নিক আত্মাকে

কুঁড়ে নাও সব সজীবতা

ভুলেও পিছুটানকে 
মুক্ত করে টেনে ছিঁড়ে ফেলো জড়তা
গড়ে তোলার মানসে
তোলে ধর অতীতকে ভবিষ্যতে আলোকে...



মায়ায় জড়ালে অটকে যাবে

তারচে ভালো মৃত্যুপানে আগাও

নেশা কেঁটে গ্যালে নিথরদেহ
শেষকৃত্যির এক দর্শণ পাবে!

দ্যাখো!
হৃদয় দিয়ে উপলব্ধি করো,
অতঃপর লেখো।

No comments:

Post a Comment